পেঁয়াজুর ভেতর কার্টনের বড় পিন পাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিন মালিককে এক লাখ টাকা জরিমানার একদিন পর এবার রেস্টুনেন্টে পচা ও দুর্গন্ধযুক্ত মুরগি পাওয়া গেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলার রেস্টুরেন্টে বুধবার এ পচা-দুর্গন্ধযুক্ত মুরগি পাওয়া যায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উপরে তৃতীয় তলায় অলিম্পিয়া প্যালেস রেস্টুরেন্টে বুধবার বিকেলে খাবার খাওয়ার সময় কয়েকজন উদ্বিগ্ন আইনজীবী ওই রেস্টুরেন্টের ফ্রিজ চেক করে দুর্গন্ধযুক্ত পচা মুরগির সন্ধান পান। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী।
এর আগে পেঁয়াজুর ভেতর কার্টনের বড় পিন পাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি ক্যান্টিনে সোমবার বিকেলে তালা লাগিয়ে দেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এ ঘটনায় মঙ্গলবার ক্যান্টিন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।