শালীর সাথে আপত্তিকর অবস্থায় দুলাভাইয়ের মৃত্যু

নড়াইলের রামপুর-কচুবাড়িয়াস্থ স্বপ্নবিথী পার্কের শৌচাগারে গিয়ে আপত্তিকর কাজে লিপ্ত হন শালী দুলাভাই। বিষয়টি টের পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের ধরতে গেলে দৌঁড় দেন মোহাম্মদ। পালিয়ে বাঁচতে গিয়েও পারলেন না, হঠ্যৎ মৃত্যু হয় তার।

নড়াইলের লোহাগড়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যার কিছু সময় আগে ঘটনাটি ঘটে । এ ঘটনায় মোহাম্মদ শেখের শ্যালিকা শলোকাকে (২৫) আটক করেছে পুলিশ।

জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শেখ দুই সন্তানের বাবা। কয়েক বছর আগে তার বিয়ে হয় লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের আলম ফকিরের বড় মেয়ে শারমিনের সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে থেকে শ্যালিকা শলোকার সঙ্গে মোহাম্মদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত শুক্রবার মোহাম্মদ তার প্রেমিকাকে নিয়ে রামপুর-কচুবাড়িয়াস্থ স্বপ্নবিথী পার্কে যান। কিছুক্ষণ পার্কে অবস্থান করার পর দুজনে সেখানকার শৌচাগারে গিয়ে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। কিন্তু পার্কের কর্মীরা তা দেখে ফেলে। পরে তাদের ধরতে আসলে মোহাম্মাদ দৌঁড়ে পালান।

পার্কের তারকাটা পেরিয়ে আরও তিন কিলোমিটার দূরে লোহাগড়া বাজারে ঢুকে পড়েন মোহাম্মদ। কিন্তু হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লোহাগড়া হাসপাতালে এসে লাশ হেফাজতে নেয়।