রংপুরের পীরগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষকের স্ত্রী পলিটেকনিক্যাল ছাত্রের সাথে প্রেমের অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল গ্রামে।
জানা গেছে চৈত্রকোল গ্রামের হাফেজ নুর মোহাম্মদ এর কন্যা হাপসা আক্তার শিউলীর সাথে পার্শ্ববতী মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের কবির উদ্দিনের পুত্র হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাদিউজ্জামানের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক গত
বছরের ২৮ আগষ্ট/১৮ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী দু’জনে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন।
এদিকে চৈত্রকোল গ্রামের রমজান আলীর পুত্র ও সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ২য় বর্ষের ছাত্র মামুনুর রশিদ ওরফে টুটুল এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে গত ০৪/০৬/১৯ইং তারিখে মেয়ে তার বাবার বাড়ী থেকে টুটুলের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এ ঘটনায় হাদিউজ্জামানের বাবা কবির উদ্দিন পীরগঞ্জ থানায় ছেলের স্ত্রীর নামে সাধারণ জিডি করেছেন। জিডি নং- ২৮৪, তাং- ০৬/০৬/১৯।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।