মিলার সাবেক স্বামীর ওপর এসিড নিক্ষেপ, হাসপাতালে ভর্তি

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সংগীতশিল্পী মিলার সাবেক স্বামীর ওপর এসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এসিডদগ্ধ এস এম পারভেজ সানজারী (৩৪) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ২০১৭ সালের মে মাসে মিলা ও পারভেজের বিয়ে হয়। গত বছর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

রাত ৮ টার দিকে পারভেজ উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭/বি রোড দিয়ে নিজের বাসায় যাচ্ছিলেন। এসময় এক ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। আহত পারভেজ বলেন, বিবাহ বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। মিলার সহকারী জন পিটার হাওলাদার কিম তার শরীরে এসিড নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেছেন।