নিজ কন্যাকে ফিরে পেতে এক শিক্ষক বাবার আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় চলছে দ্বীপজেলা ভোলার লালমোহনে।
জানা গেছে, লালমোহন ওয়েষ্টান পাড়ার প্রাইমারি স্কুলের শিক্ষক রেজাউল হায়দারের কন্যা স্থানীয় হামীম একাডেমীর ৮ম শ্রেণির ছাত্রী। এলাকার শামীম নামের যুবক তাকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করলে তার কন্যা যুবকটির পরিবারের নিকট বিচার দেন।
এতে সে ক্ষিপ্ত হয়ে গত ২৩ মে চার পাচজন সহযোগিসহ মোটরসাইকলে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। রেজাউল হায়দার তার কন্যাকে উদ্ধারের জন্য লালমোহন থানায় অপহরন মামলা করেন। মামলা নং-৪২।
থানার ওসি খায়রুল কবীর জানান, তার মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুতই আসামি ধরা পড়বে।
শিক্ষক পিতার ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল-
‘আনিকা (বয়স ১৩ বছর) মাগো তোমাকে ওরা কোথায় নিয়েছে, কেমন রেখেছে। নিশ্চয় তুমি ওদের কাছে অনেক বিপদে আছো। তোমাকে বিপদ মুক্ত করতে আমরা অনেক চেস্টা করে যাচ্ছি। তোমার জন্য তোমার মা মৃতপ্রায়। আমিতো মৃত্যুর পথযাত্রী। তোমার দাদা, দাদু বারবার ফিট হয়ে পরে। তোমার ছোট্ট বোন রাইসাটা পাগলপ্রায়। সব মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে। তোমাকে ওরা যেখানেই রাখুক ওদেরকে বুঝিয়ে তুমি বেরিয়ে আসো। ওদেরকে অভয় দাও, ভয় পাওয়ার কিছুই নাই, আমি ওদেরকে মুক্ত করে দিব। মা তুমি বাবার সাথে কথা বলো।’