প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হওয়ায় ছেলেকে নিয়ে খালে ঝাঁপ দিলেন নারী। তবে শিশুটিকে কোনোভাবে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি তার মাকে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার খাটোলি শহরে।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে মুজাফফরনগরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই নারীর। ওই দম্পতির একটি পাঁচ বছরের ছেলে রয়েছে। পরবর্তীকালে অন্য এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি প্রেমিকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অস্বস্তিকর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়িতে অশান্তি দেখা দেয়। পরে এর জের ধরেই শনিবার একমাত্র ছেলেকে কোলে নিয়ে শহরের একটি খালে ঝাঁপ দেন ওই নারী। তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি তার মায়ের।