তিন বছরের শিশুকে ধর্ষণ অতঃপর!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচূড়া এলাকায় পৌনে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটি বর্তমানে শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলার পর অভিযুক্ত ইসমাইলকে (২০) পুলিশ গ্রেফতার করেছে। ইসমাইল একই এলাকার কাশেম মিয়ার পুত্র।

জানা গেছে, গত বুধবার (২২ মে) দুপুরে মেয়েটির মা ও বাবা শিশুটিকে ঘুম পাড়িয়ে বাড়ির কাছেই ধানখেতে কাজ করতে যায়। এই সময় প্রতিবেশী ইসমাইল ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটির উপর নির্যাতন চালায়।

এতে অবুঝ শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির বাইরে খেলতে থাকা আরেক শিশু ধর্ষিতার ছয় বছরের ভাই ঘরে ঢুকে বোনের অবস্থা দেখে চিৎকার শুরু করে। চিৎকারে প্রতিবেশীরা ঘরে আসার আগেই ইসমাইল পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা রাশেদা বেমগ শ্রীবরদী থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রহুল আমিন তালুকদার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি ইসমাইলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।