বউ অদল-বদল করে যৌন সম্পর্ক করতে গিয়ে গ্রেফতার হয়েছেন চার স্বামী। ভারতের কেরালার ওই চার দম্পতির মধ্যে একজনের স্ত্রী বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়ার পর তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১ মে) তাদের গ্রেফতার করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, কেরালার আলপ্পুজহ জেলার কায়ামকুলাম শহরের ওই চার ব্যক্তি প্রায় এক বছর ধরে বউ বদলের প্রক্রিয়া শুরু করেন। এর মধ্যে আরশাদ নামে এক বন্ধুর সঙ্গে যৌন সম্পর্ক করতে বলায় এক স্ত্রী পুলিশের দ্বারস্থ হন।
ওই নারীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তার স্বামীর সঙ্গে প্রায় এক বছর আগে আরশাদ নাম এক ব্যক্তির পরিচয় হয়। তখন থেকে তার স্বামী তাকে আরশাদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বলে। কিন্তু তাতে সে রাজি হয়নি।
প্রতিনিয়ত তার স্বামী তার ওপর চাপ প্রয়োগ করতে থাকে। স্বামীকে নানাভাবে বুঝিয়েও নিবৃত করতে না পেরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন স্ত্রী।
মামলার তদন্ত কর্মকর্তারা বলছেন, সামাজিকমাধ্যমে যোগাযোগ করে চার স্বামী তাদের স্ত্রীদেরকে অন্যের সঙ্গে যৌন সঙ্গমের স্থান, দিন ও সময় নির্দিষ্ট করেছিল। ঘটনার তদন্তে নেমে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ।