সন্তানের শিক্ষকের সঙ্গে মায়ের পরাকীয়া প্রেম, অতঃপর

সন্তানের শিক্ষকের সঙ্গে বরগুনার বেতাগীতে এক সন্তানের জনক প্রেমিক শিক্ষকের হাত ধরে দুই সন্তানের জননী পালিয়েছেন দেশের বাইরে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক শিপন হাওলাদারের সাথে একই এলাকার গৃহবধূ মালা রানীর পরাকীয়া চলে আসছিল। গৃহবধূর ছেলে অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অমিতকে ওই শিক্ষক প্রাইভেট পড়াতো। সেই সুবাধে গত একমাস যাবত বাড়ীতে ঘন ঘন আসা যাওয়া করায় সম্পর্ক আরও গভীর হয়।

অবশেষে ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে পাঁচটায় শিক্ষক শিপন হাওলাদারের সাথে শিশুসহ গৃহবধূ মালা রানী পাড়ি জমিয়েছে প্রতিবেশি রাষ্ট্র ভারতে।এ ব্যাপারে মালা রানীর স্বামী মিন্টু সিকদার বৃহস্পতিবার রাতে বেতাগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share
মায়ের পরাকীয়া প্রেম, অতঃপর