সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় মজিদ মোড়ল (৬০) নামে এক ব্যক্তিকে হাতুড়ি পেটা করে তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার ভোরে থানার হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মজিদ মোড়লের স্ত্রী ফিরোজা খাতুনকে (৫০) আটক করে।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাগুরা গ্রামের মজিদ মোড়ল ভিক্ষুক। এক বছর আগে তিনি আরেক ভিক্ষুক ফিরোজা খাতুনকে বিয়ে করেন।
এই দম্পতি হাজরাপাড়ার শেফাতুল্লাহর বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাত ১১টা পর্যন্তও স্থানীয় বাজারে তাদের ভিক্ষা করতে দেখা গেছে।ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মজিদ ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলে, ফিরোজা তাকে হাতুড়ি দিয়ে পেটানো শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মজিদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর ফিরোজাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কর্তাবার্তা বলছেন। তিনি মৃগী ও মানসিক রোগী বলে স্থানীয়রা জানিয়েছেন।