মোটরসাইকেল হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে স্বামীর নারকীয় অত্যাচার!

আর্ত চিত্‍কার, যন্ত্রণায় ছটফটানি, কান্নায় ভেঙে পড়া, এই সমস্ত কিছুই চলেছে। কিন্তু এসব কানে যায়নি মহিলার স্বামীর। সে নিজের নারকীয় খেয়ালে স্ত্রীয়ের গোপনাঙ্গে ঢুকিয়ে গিয়েছে বাইকের হ্যান্ডেল। অনলাইন ওয়ানইন্ডিয়া জানাচ্ছে, ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের।

পত্রিকাটি লিখেছে, গোপনাঙ্গে বাইকের হ্যান্ডেল ঢুকিয়ে নারকীয় অত্যাচার চালিয়ে মহিলার শরীরের একাধিক অঙ্গ নষ্ট করে দিয়েছে স্বামী। আর এই পাশবিক অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসবার পরই ওই স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশের চন্দননগর পুলিশ স্টেশনে এমন ঘটনা ঘটার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

এই ঘটনা একদিনের নয়। ঘটনা ঘটেছিল ২ বছর আগে। ছয় সন্তানের মা ওই মহিলা লোকলজ্জার ভয়ে একথা কাউকে জানাতে পারেননি। আর ২ টি বছর ধরে ভোগ করে গিয়েছেন নরক যন্ত্রণা। সবশেষ মঙ্গলবার (১৪ মে) প্রচন্ড অসুস্থ হয়ে চিকিত্‍সকের কাছে যেতেই বেরিয়ে আসে আসল ঘটনা। পরে তাঁর শরীরে অস্ত্রোপচার করে ছয় ইঞ্চির প্লাস্টিকটি বের করা হয়।