তৃতীয় বিশ্বের দেশ বলে আমরা শিক্ষা, দীক্ষা অনেক কিছুতেই বেশ কিছুটা পেছনের সারিতে। পরিকাঠামো এবং আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ার কারণে আমরা অনেক ব্যাপারেই প্রথাগত ভাবনা থেকে বেরিয়ে ভাবতে পারিনা। কারণ সেই বিষয়ে শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। যৌনতা সেই বিষয়গুলির মধ্যে একটি। যৌনতা সম্বন্ধে আমাদের ধারণা টিভি দেখে বা বই থেকে। সুষ্পষ্ট কোন ধারণা আমাদের নেই। তাই প্রথম প্রথম আমাদের দ্বারা কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আজ আমরা আপনাকে সেই বিষয় গুলি মিয়ে সন্ধান করবো।
১. অনেকে ভাবেন যৌনতার সময় দুটো কনডম একসাথে পড়লে আর কোন ভয় থাকেনা। এ ধারণা ভুল। দুটো কনডম একসঙ্গে ব্যবহার করা মানেই বেশি নিরাপত্তা নয়।
২. প্রথমবার সেক্স করার সময় যদি কোনো গান বাজিয়ে পরিবেশটাকে রোমান্টিক করার চেষ্টা করবেন না।
৩. নিয়মিত ধূমপান পুরুষের যৌনাঙ্গের আকার গড়ে এক সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে।
৪. যৌনকর্মের পর নারীর দেহে পুরুষের শুক্রাণু টানা ৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারে।
৫. নারী ত্বকে যে বলিরেখা পড়ে, পুরুষের বীর্যে বেই বলিরেখা দূরীকরণের উপাদান রয়েছে।
৬. যৌনতার সময় নারীর চিৎকার বা কান্নাকাটির অর্থ এই নয় যে তিনি তা উপভোগ করছেন না।
৭. যৌনতার সময়ে নারীর দেহ বার বার সঙ্কুচিত করা হলে দেখা গেছে, ৫১ শতাংশ নারী অর্গাজমের অনুভূতি পেয়েছেন।