ফেনীতে আড়াই মাস ঘরে আটকে রেখে ৪ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল আসামি এখনো আটক না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে নির্যাতিতারা। পুলিশ বলছে, আসামিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, গত সোমবার সকালে ফেনী শহরের রামপুর এলাকার একটি বাসায় কয়েকজন তরুণীর কান্নার শব্দ ও চিৎকার শুনতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মালিকসহ অভিযুক্তরা পালিয়ে যান। পরে বাসার দরজা ভেঙে ৪ তরুণীকে উদ্ধার করে পুলিশ। এসময় আড়াই মাস ধরে তাদের ওপর চালানো মানবিক ও শারীরিক নির্যাতনের কথা পুলিশকে জানান তরুণীরা।
পরদিন মঙ্গলবার এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা করেন নির্যাতিতদের একজন। এর পরই অভিযান চালিয়ে রামপুরা এলাকা থেকে ওমায়ের ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও পলাতক রয়েছে মূল আসামি কাওসার বিন কাসেম। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীদের ওই বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। নির্যাতিত চারজনের বাড়ি ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও কুমিল্লায়।