হোটেলে ওড়না পেঁচিয়ে সৌদি প্রবাসী নারীর আত্মহত্যা

রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক সৌদি আরব প্রবাসী এক নারী আত্মহত্যা করেছেন। তার নাম মোসলেমা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মতিঝিল থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে খবর পেয়ে ফকিরাপুলে মাহিমা আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৯ নম্বর রুম থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

পরে তার স্বামী ও একজন হোটেল বয়ের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোসলেমা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বিজয়নগর গ্রামের দুলাল আহমেদের স্ত্রী। তিনি সৌদি আরব প্রবাসী।

প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।