গাজীপুরে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে ট্রেন থেকে জোর করে নামিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাহীন নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় গাজীপুর শ্রীপুরের কাওরাইদ স্টেশনে কমিউটার ট্রেনটি যাত্রাবিরতিতে ছিল। জামালপুরগামী ওই নারী পোশাক শ্রমিককে নামিয়ে একটি খোলা মাঠে নিয়ে যায় শাহিন। পরে সে ওই শ্রমিককে ধর্ষণ করে।

নির্যাতনের পর চিৎকার শুনে আশপাশের লোকজন ওই নারী শ্রমিককে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে। গতকাল সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দেয়।

নির্যাতনের শিকার নারী পোশাকাশ্রমিক উপজেলার টেপিরবাড়ি আনোয়ারা-মান্নান টেক্সটাইল কারখানায় চাকরি করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, ‘শাহীনকে আটক করা হয়েছে। আর ওই নারীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।