যেভাবে গ্রেফতার হল নোয়াখালীতে গণধর্ষণের মূলহোতা সোহেল

গত ৩০ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। নির্বাচনী সহিসংতায় প্রাণহানি হলেও সবকিছুকে ছাঁপিয়ে গেছে এক গণধর্ষনের ঘটনা।

নির্বাচনে ভোট কেন্দ্রে কথা কাটাকাটির জেরে গণধর্ষণ করা হয় নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের এক জননীকে। সেই ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার হলেও মুলহোতা ছিলেন বাইরে। অবশেষে সেই মামলার প্রধান আসামী সোহেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আটক সোহেল সূবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

আজ বুধবার (২ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে নিয়ে এ পর্যন্ত ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো। আটক বাকি দু’জন হলেন, গ্রেফতারকৃত বাকি দু’জন হলেন- চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।