রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গত বুধবার (১৪ নভেম্বর) পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। এসময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। ঘটনার বিভিন্ন ফুটেজে একজন হেলমেট পরিহিত ব্যক্তিকে এই ভাংচুরের ঘটনায় সামিল হতে দেখা যায়। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ সেই হেলমেট পরিহিত গাড়ি ভাঙচুরকারী যুবককে আটক করেছে।
ডিবি সূত্র অনুযায়ী, হেলমেটধারী ওই যুবকের নাম এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি। এ ছাড়া পল্টনে ওই হামলায় অংশ নেওয়া দুই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন সোহাগ ভূঁইয়া ও আশরাফুল ইসলাম ওরফে রবীন। আশরাফুল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এর আগে বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে পল্টন থানায় তিনটি মামলা করা হলে এ ঘটনায় ৬৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করে। এলাকাজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।