নারীর জিহ্বায় গজাল পশম

মুখের ভেতরটা আস্তে আস্তে স্বাদহীন হয়ে যাচ্ছিলো। জিহ্বায় অস্বাভাবিক কোনকিছুর উপস্থিতি অনুভব করছিলেন ৫৫ বছর বয়সী এক নারী। পরে দেখা গেলো, তার জিহ্বায় পশম গজাচ্ছে।

ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রতিবেদনে বলা হয়েছে, নাম না জানা ওই রোগীকে ব্যাক্টেরিয়া সংক্রমণের চিকিৎসা দেয়া হচ্ছিলো যার ফালে এমনটা হয়েছে।

একটি বড় সড় মোটরসাইকেল দুর্ঘটনার পর ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ওই দুর্ঘটনায় তার দুই পা ভয়াবহ ইনজুরিতে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে ওই রোগীর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ফলে তাকে ইন্ট্রাভেনাস মেরোপেনেম এবং ওরাল মাইনোসাইক্লিন চিকিৎসা দেয়া হয়। এর এক সপ্তাহ পরেই ওই নারী তার এই সমস্যার কথা জানান।

কেস রিপোর্টে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, মাইনোসাইক্লিন চিকিৎসার প্রতিক্রিয়ায় ওই রোগীর জিহ্বাতে চুল গজিয়েছে।’

প্রতিবেদক এটাও নোট করেছেন, ‘তার জিহ্বাতে চুল গজানোর কারণ হতে পারে, মুখ পরিষ্কার না রাখা, তামাক সেবন, ক্ষতিকর মাউথওয়াশ ব্যবহার অথবা এন্টিবায়োটিক এজেন্ট।

তিনি বলেছেন, এই সমস্যা থেকে সেরে উঠা সম্ভব। মাইনোসাইক্লিন বন্ধ করে দিলে চার সপ্তাহের মধ্যে এটি সেরে যেতে পারে। চিকিৎসকরা ওই রোগীকে মুখের ভেতরটা ভালোভাবে পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।