সমগ্র বিশ্বে এখন পুরুষদের জন্য চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রস্টেট ক্যানসার। সারা বিশ্বে প্রচুর পুরুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এমনকী প্রত্যেক বছর এর কারণে মৃত্যুর সংখ্যাটাও বেশ আশঙ্কার।
এটি এমন ধরনের ক্যান্সার যা কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমেও সারানো সম্ভব নয়। প্রথম থেকে চিকিৎসা না করালে মারাত্মক আকার নিতে পারে প্রস্টেট ক্যানসার। কীভাবে চিনবেন এই মারণ রোগের লক্ষণ?
![](https://breakingbdnews24.net/bn/wp-content/uploads/2018/08/jkl.jpg)
General practitioner with patient.
Various
গবেষকরা জানাচ্ছেন, প্রস্টেট ক্যানসারের প্রথম লক্ষণ হল প্রস্রাবের সঙ্গে রক্ত। প্রস্রাবের রং স্বাভাবিকের গোলাপি, লাল কিংবা কালো হলে ভাবনার কারণ আছে বই কি। প্রস্রাবের সঙ্গে বেরোতে পারে রক্তও। এমন সব চিহ্ন দেখতে পেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
এছাড়াও চিকিৎসকরা জানাচ্ছেন, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত পুরুষরা প্রস্রাবের বেগ অনুভব করতে পারেন না। শুধু তাই নয়, প্রস্রাবের পর তাদের মনে হয় আরো প্রস্রাব হতে পারে। প্রস্টেট ক্যানসার খুব ধীরে ধীরে শরীরে বেড়ে ওঠে। বছরের পর বছর মানুষ তা চিহ্নিত করতে পারেন না। এর ফলে মারাত্মক আকার ধারণ করে এই রোগ।