সৌদিতে সিসি ক্যামেরায় দেখে হবিগঞ্জে চার চোর আটক

সৌদি আরব থেকে সিসি ক্যামেরা মনিটরিং করে বাংলাদেশের একটি দোকানে চুরি করতে যাওয়া স্বামী-স্ত্রীসহ চার চোরকে ধরালেন প্রবাসী এক যুবক। তার নাম রুহুল আমীন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারের এম এস কম্পিউটার অ্যান্ড টেলিশপে এ ঘটনাটি ঘটে।

তৃতীয়বারের মতো চুরি হওয়া দোকানটিতে সৌদি আরব থেকে সিসি ক্যামেরায় চোর দেখতে পেয়ে তাদের আটক করা হয়।

আটক চোররা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের রমজান আলী, মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সিএনজিচালক আরব আলী, একই গ্রামের তহুরা বেগম ও তার স্বামী অলুয়া গ্রামের রুবেল মিয়া।

চুরি হওয়া এম এস কম্পিউটারের মালিক মনিরুল আমীন জানান, রাত আড়াইটার দিকে সৌদি আরব থেকে তার ভাই রুহুল আমীন সিসি ক্যামেরায় দেখতে পান দোকানের উপরের টিন কেটে চোর ঢুকেছে। তাৎক্ষণিক তিনি মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানান। পরে গ্রামবাসী ও বাজারের পাহাড়াদারদের সাথে নিয়ে দোকানের আশ পাশ ঘেরাও দিয়ে তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, পরপর তিনবার চুরি হওয়ার পর থেকে তার ভাই সৌদি প্রবাসী রুহুল আমীন সিসি ক্যামেরায় রাতে দোকানটি দেখভাল করেন।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।