বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৬) অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সোলায়মানের (২৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাত্রীর মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা সোলায়মানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সোলায়মান একই গ্রামের আকবর রাঢ়ীর ছেলে। বর্তমানে ওই ছাত্রী হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত সোলায়মানকে আটক করা হয়েছে।
ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগ, বিবাহিত যুবক সোলায়মান দীর্ঘদিন যাবত তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোলায়মান ফের বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে গালমন্দ করে সোলায়মানকে তাড়িয়ে দেয়। পরে রাত ৯টার দিকে মেয়েটি জানালার কাছে টেবিলে লেখাপড়া করার সময় সোলায়মান জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করলে মেয়েটির মুখমণ্ডলের দুই-তৃতীয়াংশ ও ডান হাত পুড়ে যায়।