স্যাঁতস্যাঁতে ঘরই রোগের আতুঁরঘর! বিপদ দূর করতে রইল ঘরোয়া টোটকা

তিনদিন ধরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের নানা এলাকা। স্যাঁতস্যাঁত হয়ে রয়েছে ঘর। শুকোচ্ছে না ভিজে জামা কাপড়। কিন্তু মনে রাখতে হবে স্যাঁতস্যাঁতে ঘরই রোগের আতুঁরঘর। সর্দি-কাশি-হাঁপানির মতো ক্রনিক রোগের ডিপো। শহুরে জীবনে বেশিরভাগই এখন ফ্ল্যাট বাড়ির বাসিন্দা। ভাড়া বাড়িতে থাকলেও অনেকক্ষেত্রেই ছাদের মালিকানা থাকে গৃহকর্তারই।

মাঝেমধ্যে এই স্যাঁৎসেঁতেভাবের কারণে ঘরে দুর্গন্ধ হয়। ঘরোয়া উপায়ে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আজ থাকল তারই কিছু ঘরোয়া টোটকা…

ঘরের জানালা-দরজা সারাক্ষণ বন্ধ করে রাখবেন না।

কর্পূর ঘরে রাখলেও স্যাঁৎসেঁতেভাব দূর হয়।

ঘর মুছুন ফিনাইল দিয়ে।

ঘরে জল ফেলে রাখবেন না।

চাদর মাড় দিয়ে ইস্ত্রি করে নিতে পারলে আরও ভালো হয়।

বালিশের কভারও সম্ভব হলে বদলে ফেলুন প্রতিদিন।

কিছুদিন অন্তর কুশন কভারও বদলাতে পারেন।

সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রাখুন ঘরে।

ঘরের কোনায় রেখে দিন তেজপাতা।

মাঝেমধ্যে রুম ফ্রেশনার স্প্রে করুন ঘরে।

ঘরে কখনই স্যাঁতস্যাঁত রাখবেন না, তাহলেই হতে পারে এই বিপদগুলো…

*স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্ম নেয় এক ধরণের ছত্রাক।যা থেকে শরীরে নানারকমের এলার্জি হতে পারে।

*সর্দি-কাশি-হাঁপানি

*আর্দ্র ,জোলো পরিবেশ শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয় ক্রনিক সর্দি,কাশির শিকার হতে হয় রোগীকে

*শ্বাস-প্রশ্বাসের সমস্যা

*স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া হামলা চালায় শ্বাসনালীতে। দেখা দেয় শ্বাস-প্রশ্বাসের সমস্যা

*দীর্ঘদিন ধরে ড্যাম্প ঘরে থাকলে ক্রনিক অ্যাজমার শিকার হতে পারেন আপনি