এই নির্লজ্জ লোককে সরকারের উচিৎ বহিষ্কার করা!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আলামিন (২৬) নামের এক যুবককে মুখে বালিশচাপা দিয়ে তার স্ত্রী হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলার খালেক ফিলিং স্টেশনের পেছনের এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, নিহত আলামিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কোদালিয়া এলাকার বাসিন্দা। তিনি ভেড়ামারা শহরের পূর্ব ভেড়ামারা এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক আলামিন ৬ মাস আগে দুই সন্তানের জননী স্মৃতি খাতুনকে প্রেম করে বিয়ে করেন। পরে ভেড়ামারা শহরের খালেক ফিলিং স্টেশনের পেছনে পূর্ব ভেড়ামারা এলাকায় একটি বাসা ভাড়া নেন আলামিন।

এরপর থেকে তারা এখানেই বসবাস করতে শুরু করেন। কিন্তু, প্রেম করে বিয়ে করার পরও তাদের সংসারে অশান্তি চলতে থাকে। এরই জের ধরে সোমবার স্বামী আলামিন ও স্ত্রী স্মৃতি খাতুনের মধ্যে ঝগড়া বাধে। পরে ঘুমন্ত অবস্থায় স্বামী আলামিনের মুখে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করেন স্ত্রী স্মৃতি খাতুন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে আলামিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত আলামিনের মৃত্যু রহস্যজনক। নিহতের দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। তার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে বলে জানান তিনি।