বাসের ভেতর লাশ!

সাভারের আশুলিয়ায় বাসস্ট্যান্ডে পাকিং অবস্থায় যাত্রীবাহী বাসের ভেতর থেকে বাস হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) সকালে আশুলিয়ার বাইপাইলে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে চলাচলকারী দোয়েল-সিয়াম পরিবহনের একটি বাসের ভেতর থেকে হোসেন মিয়া নামে এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়ার থানার এসআই এমদাদুল হক জানায়, রাতে হেলপার হোসেন একা বাসে ঘুমাতে যায়। পরে সকালে বাসের চালক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে জানায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাক ও মুখে ফেনা লেগে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত হোসেন মিয়া মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।