পরিবহন শ্রমিকের লাশ বাসের ভেতর

সাভারে বাসের ভেতর থেকে হোসেন মিয়া নামে ২০ বছর বয়সী এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে থেমে থাকা দোয়েল-সিয়াম পরিবহনের বাসের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবহনটির মালিক মোসলেম উদ্দিন জানান, তার মালিকানাধীন পরিবহনটি আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাহপুরে যাত্রী পরিবহন করত। সাধারণত রাতে পাহারা দেওয়ার জন্য গাড়িতে একজন স্টাফ রাখতে হয়। তাই প্রতিদিনের মত গতকাল রাতেও হোসেন মিয়া একাই বাসে ছিল। তবে সকালে এসে তাকে বাসের মধ্যে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরিবহন সংশ্লিষ্টরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহল কিংবা কেমিকেল জাতীয় পদার্থ সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।