লিভারপুলে গেলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন

দলবদলের নতুন রেকর্ড গড়ে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। গোলরক্ষকদের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশি দামে দলবদল করা খেলোয়াড়। রোমা থেকে অ্যালিসনকে লিভারপুলে আনতে চুক্তিটা হয়েছে ৭২.৫ মিলিয়ন ইউরোর।
রোমা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই তথ্য। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক যে ট্রান্সফার ফির নতুন রেকর্ডও গড়েছেন, সেটাও জানা গেছে সেই বিবৃতি থেকে। এর আগে ২০০১ সালে জিয়ানলুইজি বুফনকে দলে ভেড়াতে গিয়ে জুভেন্টাস খরচ করেছিল ৫৩ মিলিয়ন ইউরো। এত দিন গোলরক্ষকদের ক্ষেত্রে সেটাই ছিল সবচেয়ে বেশি ট্রান্সফার ফির রেকর্ড