বাফুফে ভবনে থাকবে বাংলাদেশ, বাকিরা পাঁচ তারকা হোটেলে

২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সফরকারী ভারত, নেপাল ও ভূটান ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে থাকবে। স্বাগতিক বাংলাদেশ দল বাফুফে ভবনের চারতলায় থেকেই খেলবে।

অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে খরচ বহন করছে সাফ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হোটেল ইন্টারকিন্টনেন্টালে উঠলে সাফই ব্যয় নির্বাহ করতো। এরপরও বাফুফে নারী দলকে ভবনেই রাখছে। আজ টুর্নামেন্ট উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংগঠনিক কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা এখানে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই বাফুফে ভবনেই বাংলাদেশ দল অবস্থান করবে।’

আন্তর্জাতিক টুর্নামেন্টে সাধারণত দলগুলো হোটেলে অবস্থান করে। এই অনূর্ধ্ব-১৯ নারী দলের মেয়েরা ইতোমধ্যে দেশের বাইরে সফর করেছে। তখন তারা হোটেলে থেকেই খেলার অভ্যাস অর্জন করেছে। বিদেশে হোটেলে থেকে খেলতে পারলেও দেশে তাদের ভবনে থেকেই খেলতে হয়। যা অনেকটাই অপেশাদারিত্ব।

২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে ভারত সবার আগে ৩০ জানুয়ারি বাংলাদেশে আসবে। পরের দিন উপস্থিত হবে নেপাল ও ভূটান। সফরকারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ইন্টারকন্টিনেটালে থাকলেও ম্যাচ পরিচালনার জন্য আসা অফিসিয়ালরা থাকবেন হোটেল ফারসে।

চার দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা দুই দল ৮ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচসমূহ-

২ ফেব্রুয়ারি- নেপাল-বাংলাদেশ
৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ-ভারত
৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ-ভূটান

(প্রতিটি ম্যাচ কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে)