দলবদলের নতুন রেকর্ড গড়ে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে পাড়ি জমালেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। গোলরক্ষকদের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশি দামে দলবদল করা খেলোয়াড়। রোমা থেকে অ্যালিসনকে লিভারপুলে আনতে চুক্তিটা হয়েছে ৭২.৫ মিলিয়ন ইউরোর। রোমা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই তথ্য। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক যে ট্রান্সফার আরো
১৭ বছর ধরে রেকর্ডটা আগলে রেখেছেন জিয়ানলুইজি বুফন। ২০০১ সালে পারমা থেকে জুভেন্টাসে যোগদানের সময় দলবদলের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইতালিয়ান এই কিংবদন্তি। এবারই প্রাণের ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। আর কী আশ্চর্য কাকতালীয়! এবারই কিনা গোলরক্ষকের বিশ্ব রেকর্ডটা ভেঙে গেল! ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এএস রোমা থেকে আলিসন বেকারকে নিয়ে আরো