ধর্ষণ, দিনে দিনে যেন বেড়েই চলেছে এর ভয়াবহতা। কোন ভাবেই যেন এর কোন নিস্পত্তি খুজে পাওয়া যাচ্ছে না। বরং মেয়েরা অনেকটাই যেন অসহায় এই নিকৃষ্ট কাজের কাছে। শিশু থেকে বৃদ্ধ কেওই এখন আর সুরক্ষিত না। ভারতের বিহারের মুজফরপুরের একটি সরকারি হোমে কমপক্ষে ৪০ জন নাবালিকাকে ধর্ষণ ও একজনকে পিটিয়ে হত্যা করে হোমেরই মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকালে পুলিশ বিহারের মুজফরপুরের একটি সরকারি হোমে তল্লাশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মকর্তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হোমের মাটি খুঁড়ে নিহত একজনকে উদ্ধারে তল্লাশি চালানো হয়
জানা যায়, উদ্ধার হওয়া নাবালিকাদের মেডিকেল পরীক্ষা করা হলে রিপোর্টে তাদের ১৬ জনকে ধর্ষণ করা হয়েছে বলে জানা যায়।
টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস)-এর মাধ্যমে এই যৌন নিপীড়নের বিষয়টি সামনে আসে। বিহারের হোমগুলোর অডিটের কাজ করছিল তারা।
হোমেরই বেশ কয়েকজন নাবালিকার সঙ্গে কথা বলার পরই তারা জানতে পারেন এই পরিস্থিতির কথা। বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে। আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার সবার বয়স ৭ থেকে ১৬ বছর। এ ঘটনায় কয়েকজন সরকারি কর্মকর্তাসহ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুর দিকে এই হোম থেকে ২১ জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।