শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে সোমবার আমদানি নিষিদ্ধ ১ লাখ ৭৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
দুবাই থেকে জেদ্দা হয়ে ছেড়ে আসা এসভি-৮০২ ফ্লাইটটি শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে ওই ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ সিগারেট এসেছে এবং তা বিমানবন্দরের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় লুকায়িত অবস্থায় আছে। সোমবার শুল্ক গোয়েন্দারা লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় তল্লাশি চালিয়ে ৮৭০ কার্টুনে ১ লাখ ৭৪ হাজার শলাকা সিগারেট উদ্ধার করে।
সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ককরসহ জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৫২ লাখ ২০ হাজার টাকা।