পরকীয়া করতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘরে, অতঃপর…

পরকীয়া যা কিনা একটি সামাজিক ব্যাধি। বর্তমান সমাজে এর প্রকোপ খুবই ভয়াবহ। যা দিনে দিনে বেরেই চলেছে এবং সমাজের অবক্ষয়ও সাধন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সমাজে ঘটছে অসংখ্য জানা অজানা ঘটনা। বিশেষ করে প্রবাসীর স্ত্রীরাই বেশি জরিয়ে পড়ছে অনৈতিক এই কাজে।

মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে নিয়মিত অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তার ঘরে যেতেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবক। তবে বৃহস্পতিবার (১৯ জুলাই) গভীর রাতে ভাঙ্গুড়া পৌর সদরের সারুটিয়া মহল্লায় ওই নারীর ঘরে গিয়ে ধরা পড়ার পর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পরে আটক রবিউল ইসলাম বিরুদ্ধে কেউ মামলা না করায় তাকে পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রহিমের জিম্মায় দিয়ে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দেয় থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের সারুটিয়া মহল্লার মালয়েশিয়া প্রবাসী আলাল উদ্দিন ৬-৭ বছর আগে দেশের বাইরে চলে গেলে তার স্ত্রী প্রতিবেশী দুই সন্তানের জনক রবিউলের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রবিউল ওই গৃহবধূর বাড়িতে দেখা করতে গেলে আলালের ছোট ভাই আলফাজ টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ রবিউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে কেউ মামলা না করায় রাত ১২টার দিকে তাকে প্যানেল মেয়রের জিম্মায় ছেড়ে দেয়া হয়। শুক্রবার বিকেলে সালিশ করে বিষয়টির মীমাংসা করা হয়েছে।

এলাকাবাসী জানায়, রবিউল ও ওই নারী একাধিকবার অবৈধ মেলামেশার সময় স্থানীয়দের হাতে আটক হয়। পরে স্থানীয়ভাবে তা আপোষ-মীমাংসা করা হয়। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুল ইসলাম আসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।