নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, অতপর…

বাসাবাড়িতে কাজের লোক থাকে এটাই স্বাভাবিক।কিন্তু সেই গৃহকর্মী হন নানা ধরনের নির্যাতনের শিকার ।এমর একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে জানা গেছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহি (৮) নামে এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাকা ও গরম পানি শরীরে ঢেলে নির্যাতন চালিয়েছে গৃহকর্তা আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তার।

শুক্রবার রাত ১২টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন চিৎকারের শব্দ শুনে পুলিশের সহায়তায় দরজা ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় ওই দম্পতিকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের বলেন, এলাকাবাসী জানান, শিশুটির চিৎকার শুনে বাড়ির কাছে গিয়ে গৃহকর্তা আতাউল্লাহর কাছে জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করে চড়াও হয়।

এরপর তারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে নির্যাতনের দৃশ্য দেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার ব্যপারে ওসি মঞ্জু আরো বলেন, কারনে অকারনে শিশুটির উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এলাকাবাসী সঠিক সময়ে থানায় খবর দেয়ায় শিশুটিকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শিশুটির বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মামলা নেয়া হবে।ওই পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।