চাকরি দেয়ার কথা বলে গেস্ট হাউসে নিয়ে ৪ দিনে ৪০ জন মিলে ধর্ষণ

বাড়ি থেকে চাকরি খুঁজতে বেরিয়েছিলেন ২২ বছর বয়সী এক তরুণী৷ কিন্তু চার দিন পর ৪০ জন পুরুষের হাতে গণধর্ষনের শিকার হয়ে বাড়ি ফিরলেন। ভারতের হরিয়ানার পঞ্চকুলার এলাকায় ঘটে এই ঘটনা৷ এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার চন্ডীগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে ২২ বছরের ওই তরুণী অভিযোগ করে বলেন, সে চাকরি খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এরপর তাকে একটি গেষ্ট হাইজ-এ বন্দি করে রাখা হয়। তারপর তাকে ঐ ৪০ জন পুরুষের লালসার শিকার হতে হয়৷

টানা চারদিন ধরে চলে এই অমানবিক অত্যাচার করা হয়৷ পরে কোনরকমে গেষ্ট হাউস থেকে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি৷ এ ঘটনায় দু’জন গেষ্ট হাউসের কর্মীকে গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ৷

জানা গেছে, ১৫ জুলাই থেকে ১৮ জুলাই এই গেষ্ট হাউসে ৪০ জন পুরুষ তাকে গণধর্ষণ করে৷ তাদের মধ্যে বেশ কিছু গেষ্ট হাউসকর্মীও জড়িত৷ গোটা ঘটনায় ওই তরুণীর স্বামীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে৷

পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ জানিয়ে বলেছেন, ধর্ষকদের মধ্যে একজন তার স্বামীর পরিচিত৷ ওই ব্যক্তি গেষ্ট হাউসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷ সেই মতো গেষ্ট হাউসে যান তিনি৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন ৷