কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ১০ হাজার ৯৮৪ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার দিবাগত রাতে হাবিলদার বাচ্চু মৃধার নেতৃত্বে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন শীলখালী চেকপোস্টে তল্লাশি চৌকি বসিয়ে তাকে আটক করা হয়। আটক ছেনোয়ারা বেগম (৩৫) কক্সবাজার টেকপাড়ার মো. জনি মিয়ার স্ত্রী।
বিজিবি সূূূূত্রে জানা যায়, বুধবার রাতে হাবিলদার বাচ্চু মৃধার নেতৃত্বে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন শীলখালী চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে এক নারীকে আটক করে বাহিনীর সদস্যরা। এসময় ওই নারীর কোমরে বাঁধা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক নারীর সাথে এক শিশুও রয়েছে। এছাড়া আটক নারীর কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল সেট, নগদ বাংলাদেশি ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার রাতে জানান, ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে’।