ছেলে ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, খাবার জোটে না মা-বাবার

শৈশব কিংবা কৈশোরে একজন ছেলে কিংবা মেয়ের সবচেয়ে কাছের বন্ধুটি কিন্তু প্রথমে তার বাবা-মা’ই। যারা আমাদের লালন-পালন করে অনেক কষ্টের সাথে গড়ে তুলছেন প্রতিনিয়ত। আর সেই মা-বাবা’কেই যদি বৃদ্ধ বয়সে ভরণ-পোষণের জন্য আদালতের স্বরণাপন্ন হতে হয়, তাহলে সেটা মোটোও সমীচিন হবে না।

কিন্তু চট্টগ্রামে বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। নগরীর চকবাজার এলাকায় এবি ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ভরণ-পোষণের জন্য আদালতে মামলা দায়ের করেছেন বাবা-মা।

এ ঘটনায় বৃহস্পতিবার শুনানি শেষে ছেলেকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান।

অভিযুক্ত সন্তান হলেন- এবি ব্যাংক খুলশী শাখার (রিকভারী শাখার) ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ্জাহান। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাবা মোহাম্মদ আবু তাহের।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, নগরীর চকবাজারের পশ্চিম বাকলিয়া ডিসি রোডের আইয়ূব আলী সওদাগরের বাড়ির মোহাম্মদ আবু তাহেরের একমাত্র ছেলে মো. শাহজাহান। তার একটি মেয়েও রয়েছে। উভয় সন্তানই বিবাহিত। ব্যাংকার ছেলে শাহজাহান দীর্ঘদিন তার বাবা-মাকে ভরণ-পোষণ না দিয়ে বিলাসবহুল জীবন যাপন করে আসছেন। বৃদ্ধ বাবা-মা তাদের মেয়ের সহায়তায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাদী এবং তার স্ত্রী লাইলা বেগম ছেলে শাহজাহানের কাছ থেকে আপোষে ভরণ-পোষণ আদায়ে ব্যর্থ হয়েছেন। তাই বাধ্য হয়েই আদালতের দারস্থ হতে হয়েছে।

এর আগে ছেলের চাপাচাপির মুখে অতিষ্ঠ হয়ে বাবা-মা উভয়েই জীবিত থাকতেই শাহজাহানকে বাড়ির ভিটার তিন ভাগের দুই অংশ বুঝিয়ে দিয়েছেন। পরে শাহজাহান নিজের অংশে একটি দোতলা বাড়ি নির্মাণ করে গাড়ি, এসি, ল্যাপটপ বড় পর্দার এলইডি সনি টিভি, ডেপ সেট, ভিসিডি, একুরিয়াম, লক্ষাধিক টাকা দামের কবুতরসহ বিলাসবহুল জীবন যাপন করছেন। এছাড়াও তিনি বড় অংকের অর্থ বেতন পেলেও বাবা-মার কোন খোঁজ নেন না।