রাঙ্গামাটির শাকিবের বিরুদ্ধে রাস্তা থেকে তুলে নিয়ে নারী ধ’র্ষণের অভিযোগ!

রাঙ্গামাটির কাউখালী উপজেলার কাশখালীতে স্থানীয় এক নারী ধ’র্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিকটিমের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ১১টার দিকে বরইছড়ি এলাকার নৃ-গোষ্ঠীর এক নারী স্থানীয় বাজারে দিকে রওনা হন। তখন স্থানীয় শাকিব খান (২০) নামের এক যুবক ওই নারীর পিছু নেয়। পরে ওই নারী কাশখালী এলাকায় পৌঁছালে তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শাকিব।

ওসি কবির হোসেন আরও জানান, পরে ভুক্তভোগী নারী নিজে থানায় এসে অভিযুক্ত শাকিবের নামে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শাকিবকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুর রহমান জানিয়েছেন, বিকালের দিকে কাউখালী থেকে এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আগামীকাল (বুধবার) সকালে ভুক্তভোগীর শারীরিক-পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।