নিজেদের স্কুলের ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে গ্রুপ সেক্স করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই মার্কিন শিক্ষিকাকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। মার্কিন দৈনিক ইউএসএটুডে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। খবরে বলা হয়,
যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে ডেসট্রেহান হাই স্কুলের এক ছাত্রের সঙ্গে স্কুলেরই দুই শিক্ষিকা গ্রুপ সেক্স করেন। এদের একজন শেলি ডাফরিন, বয়স ৩৪ বছর। অপরজনের বয়স ২৪ বছর, নাম র্যাচেল রেসপেস। লুসিয়ানার কেন্নারে থাকেন রেসপেস। ১২ সেপ্টম্বর কেন্নারে তার বাসায় তিনি ও ডাফরিন ১৬ বছর বয়সী ছাত্রটির সঙ্গে গ্রুপ সেক্স করেন। খবর জানাজানি হয়তো হতো না।
কিন্তু ছাত্রটি পরে স্কুলে গিয়ে বন্ধুদের সামনে গর্ব করে স্কুলশিক্ষিকার সঙ্গে তার যৌন অভিজ্ঞতার কথা বলে। এতে বিষয়টি জানাজানি হয়ে যায়। যেহেতু ছাত্রটির বয়স ১৬ বছর, তার মানে যৌনতার জন্য সে এখনও প্রাপ্তবয়স্ক নয়।
তার সঙ্গে গ্রুপ সেক্স (বা সেক্স) তাই আইনত অবৈধ। এই অপরাধে গ্রুপ সেক্সে জড়িত ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের গ্রেফতার করে জেফারসন প্যারিস কারাগারে প্রেরণ করা হয়। ইউএসএটুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ওই দুই শিক্ষিকাকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। ওই দিনই তারা কারাগার ছেড়ে নিজ নিজ বাসায় উঠেছেন।