কুড়ুলগাছি চন্ডিপুরের রামপ্রসাদ হালদারের বিরুদ্ধে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ: আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রঘুনাথ হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (২৫) এর বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবীতে অমানুষিক নির্যাতনের অভিযোগ সহ বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে।এ বিষয়ে রামপ্রসাদ হালদারের বিরুদ্ধে ঝিনাইদাহ আদালতে মামলা করেছে চন্দনার পরিবার।জানা গেছে চন্ডিপুর গ্রামের হালদার পাড়ার রঘুনাথ হালদারের ছেলে রামপ্রসাদ হালদারের সাথে আনুমানিক ১ বছর পূর্বে ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড থানার ৮ নং চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামের রনজিত হালদারের কন্যা চন্দনা (২২) এর সাথে বিবাহ হয়।বিবাহের সময় চন্দনার পরিবার যৌতুক হিসাবে রামপ্রসাদ হালদারকে নগদ ৬০ হাজার টাকা, ২ ভরি সোনার গহনা,ও পরে আরো দশ হাজার টাকা সহ আসবাব পত্র কিনে দেয়। এসব মিলে প্রায় ৪ লক্ষ টাকার মত যৌতুক নেই রামপ্রসাদ হালদার।বিয়ের কিছুদিন যেতে না যেতেই রামপ্রসাদ হালদার,তার বাবা রঘুনাথ হালদার,তার মা চায়না ও তার বোন মিলে আবারো মোটা অঙ্কের যৌতুকের টাকা দাবী করে। চন্দনা আবারও যৌতুকের টাকা দিতে অস্বৃকৃতি জানালে রামপ্রসাদ হালদার তার বাবা মার মদদে চন্দনাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়।চন্দনার মা রুপা খা জানান বিয়ের পর থেকেই আমার মেয়েকে তারা অমানষিক নির্যাতন করে। আমরা আদালতে মামলা করায় তারা মামলা তুলে নিতে তারা আমাদের কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে।আমরা কি করবো ভেবে পাচ্ছিনা।আমি ন্যায় বিচার চাই। আমি যৌতুকলোভী পাষন্ড রামপ্রসাদ হালদার ও তার পরিবারের শাস্তি দাবী করছি।