জামিনে ছাড়া পেয়ে থানায় অফিসিয়াল কাজকর্ম সারছিলেন এক যুবক। এমন সময় তার চোখে পড়ে সেকেন্ড অফিসারের দামি মোবাইল। সদ্য জেল থেকে বের হলেও পুলিশের ওই মোবাইলের লোভ সামলাতে পারেনি।
তাই জামিনের কাগজপত্র প্রস্তুত করার মাঝে পুলিশ অফিসারের মোবাইলটি গায়েব করে দেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ভারতের জলপাইগুড়ি কোতোয়ালি থানার ঘটনা৷ স্থানীয় একটি ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রোহিত পাসোয়ান নামে ১৮ বছরের এক যুবককে৷ রোববার জামিনে মুক্তি পায় সে৷ জামিন পাওয়ার পর থানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সারতে গিয়ে মোবাইল চুরির ঘটনা ঘটান তিনি।
মোবাইলটি তিনি তিন হাজার টাকায় বিক্রি করে দেন। এরপর যার কাছে বিক্রি করেছিলেন তার সঙ্গে সফটওয়ার আপডেট করাতে এসে হাতেনাতে ধরা পড়ে দুজনই। সুত্র: কলকাতা২৪।