গর্ভাবস্থায় ডায়াবেটিসের- ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার হলে সারা জীবন ভোগ করতে হয়। একে নিয়ন্ত্রণে রাখতে হয়। কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করে অকালে মৃত্যুর কোলে ঠেলে দেয়। অনাগত ভবিষ্যৎকে নিরাপদ রাখতে প্রেগনেন্সি বা গর্ভাবস্থা সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। তাই আসুন জেনে নেই কারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে।
*যাদের ওজন অত্যধিক সুনির্দিষ্টভাবে বলতে হয় যাদের বিএমআই ৩০-এর বেশি।
*যাদের আগে সাড়ে চার কেজি বা ততোধিক ওজনের বাচ্চা হয়েছে।
*যাদের আগেকার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল।
*যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে। বিশেষ করে নিকটাত্মীয় বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের।
*কিছু কিছু দেশের মানুষ। যেমন- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্যের অধিবাসী ও ক্যারিবিয়ান অঞ্চলের কালো মানুষদের গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি অধিক।
এই রোগের জটিলতা বেশি, নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। তাই ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা, ডায়াবেটিস শিক্ষা ও আমাদের কী কী করণীয় তা জেনে রাখা জরুরি।
লেখক: ডা. এম. ফরহাদ, মেডিসিন ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ কনটেন্ট ক্রেডিট: মেডিভয়েস।