এয়ারপোর্টে নারীর কাপড় খুলে পেট টিপে অন্তঃসত্ত্বা যাচাই করল নিরাপত্তাকর্মী!

বিশ্বে প্রতিনিয়ত কিছু কান্ড ঘটে যা অবাস্থব মনে হলেও ঘটনা গুলো সত্যি এমনি একটি কান্ড ঘটেছে ভারতে জানা গেছে ভারতের গুয়াহাটি চরম এয়ারপোর্টে হেনস্থার শিকার এক অন্তঃসত্ত্বা নারী। তাঁকে পরনের পোশাক খুলে প্রমাণ দিতে হয়েছে তিনি আসলে সত্যিই কি গর্ভবতী কি না। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির গোপীনাথ বরদোলয় আন্তর্জাতিক বিমানবন্দর।

এমন ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন। ওই মহিলা গুয়াহাটি থেকে দিল্লি ফিরছিলেন তাঁর স্বামীর সঙ্গে। সেইসময়ই এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁকে। এই ঘটনায় সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টি ঘটেছে সেটা হল, মহিলাকে পরীক্ষা কোনও চিকিৎসক করেননি। বদলে সিআইএসএফ-এর এক নারী নিরাপত্তাকর্মী পেট টিপে মহিলার পরীক্ষা করেন। ওই মহিলা ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এই ঘটনার শিকার নারীর স্বামী বলেন, তিনি স্পাইস জেট কর্তৃপক্ষকে তাঁর স্ত্রীর জন্যে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে বলেছিলেন। কিন্তু হুইলচেয়ারতো দূররে কথা, সিআইএসএফ কর্মীরা তাঁদের বোর্ডিং পাসও দিতে চাননি। তার আগে ওই মহিলাকে বলা হয় আপনি যে সত্যিই অন্তঃসত্ত্বা তার প্রমাণ দিন।

ঘটনার কিছুক্ষন পরই পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগে পোস্ট করে জানান ওই নারীর স্বামী।জানা গেছে,এ ঘটনার পুরো বিষয়টি খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সিআইএসএফ কর্তৃপক্ষ বলে জানান। আরও বলেন,দরকার হলে এই ঘটনার অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তিও হতে পারে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।আসা করছি খুব দ্রুত তদন্ত শেষ হবে এবং তদন্ত রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেব।