পাকা চুল কালো হবে পানীয় খেলে!

আপনার বয়স অনেক বেশি না হলেও কি চুল পেকে সাদা হয়ে যাচ্ছে? আর তাই নিয়ে কি আপনার চিন্তার শেষ নেই? কারণে অনেকেই চুল পেকে গেলে কেমিক্যাল দেয়া রং ব্যবহার করতে চান না। তাই বলে তো আর সাদা চুলও রাখা যাবে না। তবে এর আছে ঘরোয়া উপায়! বাড়িতেই তৈরি করে নিন এক মিশ্রণ, যা নিয়মিত পান করলে পেতে পারেন উপকার। চুলে করতে হবে না কোন রং!

ভারতের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এই পানীয় ৩ মাসে দিনে তিন থেকে চার বার এক চা চামচ করে খাওয়ার আগে খেতে হবে। খাওয়ার জন্য মিশ্রণটি তৈরি করতে কি কি লাগবে জেনে নিন এখনই…

উপকরণ
• ৫টি পাতিলেবু
• ৫টি রসুন কোয়া (ছাড়ানো)
• ১ কাপ মধু
• ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল

পদ্ধতি
• সব কিছু এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। লেবুর ছাল না ছাড়ালেও অসুবিধা নেই।
• মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাচের জারে ঢেলে রাখুন।

প্রতিবেদন অনুযায়ী, যারা এই মিশ্রণ ব্যবহার করেছেন, তারা উপকার পেয়েছেন। তাদের মতে, শুধু কালো চুলই নয়, মিশ্রণ খাওয়ার ফলে তাদের দৃষ্টিশক্তিও ভাল হয়েছে বলে জানিয়েছে তারা।