বৃদ্ধা মাকে চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেললেন ছেলে

বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের চাষ ঠেকাতে চলন্ত ট্রাক্টরের নিচে নিজের বৃদ্ধ মাকে (৮০) ছুঁড়ে দিয়েছেন এক ছেলে। এ যেন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার ভয়াবহ চেষ্টা।

গত বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার মালেগাও তহসিলে এই ভয়াবহ ঘটনা ঘটে।

এ ঘটনায় সেই বৃদ্ধা মা মারা না গেলেও গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটনার ছবি ভাইরাল হয়ে পড়ে, ওঠে সমালোচনার ঝড়।

জানা যায়, মালেগাঁও তহসিলের মুঙ্গলা গ্রামের বাসিন্দা মহাদেব লক্ষণ রাউত ও কৈলাস দলভির মধ্যে একটি চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল।

সম্প্রতি মালেগাঁও আদালতে সেই মামলায় কৈলাস দলভি হেরে যান। গত বৃহস্পতিবার ওই জমিতে বীজ বোনার জন্য মহাদের লক্ষণ রাউত চাষিদের সঙ্গে নিয়ে ট্রাক্টর নিয়ে জমিতে যান। সেই সময় জমির দখল যাতে হাতছাড়া হয়ে না যায়, তার জন্য কৈলাস দলভি তাঁর দলবল নিয়ে সেখানে চলে আসেন।

এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কৈলাস দলভি হঠাৎ তাঁর ৮০ বছরের বৃদ্ধা মাকে মহাদের লক্ষণ রাউতের চলন্ত ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলেন।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান বৃদ্ধা। তবে গুরুতরভাবে আহত হন তিনি।

মালেগাঁও থানার পুলিশ কর্মকর্তা সুরেশ নায়েকনাওয়ার জানান, ওই ঘটনায় দুই পক্ষের মোট ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।