বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা

ভোলা বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের মা (৫০) থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন। এ অভিযোগের ভিত্তিতে গত সোমবার ঘটনার তদন্তে লালমোহন সার্কেল অফিসার ও মঙ্গলবার থানা পুলিশ ঘটনাস্থলে যান। এদিকে থানায় মামলা দেয়া বাদীনির পরিবারকে বিভিন্ন হুমকি দুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেউলা ২নং ওয়ার্ডের হাবিবুল্লাহ কোর্টের মেয়ে দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ছদ্ম নাম (মিতু) কে একই গ্রামের মোফাজ্জল কোর্টের ছেলে মো: মাইনুউদ্দিন স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন খারাপ কু-প্রস্তাব দিতো। মেয়েটি কু-প্রস্তাবে রাজী না হয়ে উল্টো পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মাইনুউদ্দিন ১৪-৬-১৮ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬টার দিকে মেয়েকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে পড়নের জামা কাপর খুলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। মেয়েটির ডাকচিৎকারে মেয়ের মা আসলে মাইনুউদ্দিন মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভোলা মেয়েটির মেডিকেল চেক আপ করানো হয়। রির্পোট এখনও হাতে আসে নি। এ ঘটনায় ১৪-৬-১৮ইং তারিখে মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনে আইনে থানায় মামলা দায়ের করেন। যার নং ২৪ তাং ১৪-৬-১৮ ইং। ওই মামলার ৪দিন পর তদন্তে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) অফিসার মো: রাসেলুর রহমান।

এব্যাপারে মেয়ের মা মামলা বাদীনি মাসুদা বেগম জানান, মামলা দেয়ার পর থেকে এলাকার প্রভাবশালী মহল বিভিন্ন ক্ষতিসাধন করার বিভিন্ন হুমকি দুমকি দেন তার পরিবারকে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) অফিসার মো: রাসেলুর রহমান জানান, তদন্তে ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটির ডাক্তারি মেডিকেল রির্পোট হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।