আরব আমিরাতে এক বাংলাদেশির হাতে আরেক প্রবাসী বাংলাদেশি খুন

কত স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান প্রবাসী ভাইরা। পরিবারের অভাব অনাটন দূর করে সবলম্বীতে ফিরে আনার চেষ্টা এই প্রবাসীদের । আর যদি দেশে ফিরতে হয় লাশ হয়ে তাহলে সেটা কতই না কষ্টের হয় পরিবারের জন্য।

সংযুক্ত আরব আমিরাতে মামুন (৩৬) নামের এক বাংলাদেশি প্রবাসী খুন হয়েছে। নিহত মামুন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন দৌলতপুর গ্রামে।

গত শনিবার ঈদের পরের দিন দুপুরের দিকে মোসাফফাহ ৩৩নং সানাইয়া রোডে এ ঘটনা ঘটে।জানা যায়, মামুনকে হত্যা করে তার সহকর্মী ইদ্রিস (৪২)। তারা একই সাথে সেখানে একটি টার্নিং ওয়ার্কশপে কাজ করতেন। ঘাতক ইদ্রিসের বাড়ি চট্টগ্রামের বহদ্দারহাট।

আমিরাত প্রবাসী রনি জানান, নিহত মামুন ও ইদ্রিস একই রুমে থাকতেন সাথে আরও ৪/৫ জন প্রবাসী নিয়ে। প্রতিদিনের ন্যায় রান্না করতে হয়ে একেকদিন একেকজনকে। সেদিন মামুনের রান্নার পালা ছিল ।মামুন চিংড়িমাছ রান্না করেছেন। রান্না শেষে দুপুরবেলা একই সাথে খাবার খেতে বসলে ইদ্রিসের ভাগে চিংড়িমাছ কম হওয়ায় নিহত মামুন ও ইদ্রিসের উভয়ের ঝগড়াঝাঁটি শুরু হয়।

এক পর্যয়ায়ে মামুনের হাতে থাকা তরকারীর চামচ দিয়ে ইদ্রিসের মাথায় আঘাত করে। সাথে সাথে ইদ্রিসের মাথা ফেটে গেলে অপর রুমমেটরা ইদ্রিসকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি খুঁজতে যান। সে যোগে মামুনকে সবজী কাটার ছুরি দিয়ে গলায় ছুরিআঘাত করেন ইদ্রিস। মামুন সাথে সাথে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হয় মামুনের।

আবুধাবি দূতাবাস সুত্রে জানা যায়, ঘাতক ইদ্রিসকে স্থানীয় প্রশাসন গ্রেফতার করেছে। নিহত মামুনের লাশ আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত দেশে পাঠানো হবে।