ক্রিকেটারদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি খুলে ফায়দা নেয়ার ঘটনা নতুন নয়। জাতীয় দলের ক্রিকেটারদের নামে এমন হাজার হাজার আইডি খুঁজে পাওয়া যায়। ফেইক আইডির ভিড়ে মাঝেমাঝে ক্রিকেটারদের আসল আইডি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
এত দিন এই ঝামেলা পোহাতে হতো পুরুষ ক্রিকেটারদের। এবার বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের নাম ব্যবহার করে আইডি খোলা হচ্ছে এবং বিভিন্ন উপায়ে টাকা পয়সা আদায় করার চেষ্টা করা হচ্ছে।
রুমানা আহমেদ, জাহানারা খাতুনদের মত মেয়েদের ক্রিকেটের চেনা তারকাদের ছবি ও তথ্য ব্যবহার করে মানুষকে হেনন্থা করা হচ্ছে, বিশেষ করে সাংবাদিকদের। সময় অসময়ে সাংবাদিকদের ফেইসবুক আইডিতে ক্রিকেটারদের ফোন নম্বর চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।
এমনকি হুমকিও দেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি বিসিবির কানেও পৌঁছেছে। নারী ক্রিকেটারদের একটি বড় অংশ বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে এই বিষয়ে অবগত করেছেন।
সমস্যার সমাধানের উপায় হিসেবে ফেইসবুক আইডি সত্যায়িত করার কথা বলেছেন তিনি। তিনি বলেছেন,
‘আসলে ফেসবুকে এত আইডি বন্ধ করাতো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মেয়েরা চাইলে আমরা তাদের আইডি ফেইসবুকের মাধ্যমে ভেরিফাই করে দিতে পারি। তাহলে এ ধরনের সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে।’
বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি এশিয়া কাপের শিরোপা জয় করে দেশে ফিরেছে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের ইতিহাসে এত বড় অর্জনের পর নারী ক্রিকেটারদের জনপ্রিয়তা বেড়ে গেছে। আর জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে একদল প্রতারক।