দেখতে আসল ‘মুভ’ অথচ পুরোটাই নকল

দেখতে হুবহু ব্যথানাশক মুভ মলম। কিন্তু পুরোটাই নকল পণ্য। শুধু মুভই নয়, নকলবাজদের হাত থেকে রক্ষা পায়নি সেনসোডাইন টুথপেস্ট, ভারতীয় সানস্ক্রিন, ভাটিকা তেলও। বাসার মধ্যে কারখানা খুলে কোনো কেমিস্ট ছাড়া বাংলাদেশি কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এসব ভারতীয় পণ্য।
সোমবার এমন একটি নকল কারাখানার খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি টিম। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ভারতীয় নকল কসমেটিকস তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায় ঢাকার কেরানীগঞ্জের মুসলিমাবাদের পশ্চিম বরিসুর এলাকায় একটি বাড়িতে।
জানা যায়, সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়। সেখানে ভারতের সানস্ক্রিন, সিসা হেয়ার ওয়েল, মুভ (ব্যথানাশক), ভাটিকা ওয়েল এবং সেনসোডাইন টুথপেস্টের হুবহু নকল তৈরি করা হচ্ছে। কারখানায় কোনো কেমিস্ট ছাড়া বাংলাদেশি কাঁচামাল দিয়ে এসব ভারতীয় পণ্য তৈরি করা হচ্ছে। এতে লাগানো হচ্ছে দেশের একমাত্র মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআইর ভুয়া মানচিহ্ন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা প্রতারণা করছে। এগুলো মানবদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।’

এ সময় প্রায় কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অভিযানে ৭ জনকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ১ বছর ও ২ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে।