‘মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে হবে’

মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুফাসসির সোসাইটির চেয়ারম্যান মাওলানা সেলিম হোসাইন আজাদী। তিনি বলেন, ‘পবিত্র কোরআনে মাদকের যে ভয়াবহতার কথা বলা হয়েছে তা যুব সমাজের কাছে তুলে ধরা জরুরি। যুব সমাজকে রক্ষায় তার পরিবারকেই বেশি ভূমিকা পালন করতে হবে। রমজানের শিক্ষা সর্বত্রই ছড়িয়ে দিতে হবে এবং সেই আলোকে জীবন গঠনে উৎসাহী করতে হবে।’

গতকাল ঢাকায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মুফাসসির সোসাইটি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম তালুকদার, মাওলানা ওসমান গনি সালেহী, মাওলানা আ স ম শিবলী হোসাইন সাঈদী, মাওলানা হাসান বিন সিদ্দিকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা মো. ওমর ফারুক বেলালী। এতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

  • ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ