এক মাসের মধ্যে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র: ডিএমপি কমিশনার

এক মাসের মধ্যে গুলশানের হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তিসহকারে এই মামলার অভিযোগপত্র দেওয়ার বিষয়টি উল্লেখ করেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চেয়ে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় অকাট্য যুক্তিসহকারে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আর সেটা মাসখানেকের মধ্যেই দেওয়া হবে। অপরাধীদের শাস্তি হবে—মানুষ এটাই চায়। এ মামলার তদন্তকালে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য-সহযোগিতা পাওয়া গেছে।

  • ব্রেকিংবিডিনিউজ২৪ / ১২ জুন ২০১৮ / তানজিল আহমেদ