চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ উদ্দীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যান-ম্যাল ও ডেঙ্গু ম্যালিরিয়া অ্যান্ড এডিস ট্রান্সমিটেড ডিজিজেসের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জাম।
সভায় জানানো হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জাতীয় গাইড লাইন আপডেটসহ (সংস্কার) নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পূর্বের তুলনায় আমরা বেশ সচেষ্ট। মশা নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড ওষুধ নিয়মিত ছেটানো হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মতোই চিকিৎসক-নার্সের দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানানো হয়। ডেঙ্গু রোগ সনাক্তকরণে ঢাকার বিভিন্ন হাসপাতালে কিট বিতরণ করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার তিনটি জরিপ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া বিমানবন্দরেও মশা জরিপের কাজ সম্পন্ন হয়েছে।